UBG NEWS, ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য সম্প্রতি ‘স্বাস্থ্য সাথী কার্ড’ সহ ১২ টি প্রকল্পের বাস্তবায়নে তত্পর ভূমিকা গ্রহণ করেছেন।
স্বাস্থ্যসাথী কার্ড তো হল, কিন্তু অনেকেরই মনে এখন প্রশ্ন এই সুবিধা আদৌ পাওয়া যাবে তো? কোথায় কোথায় পাওয়া যাবে এই সুবিধা।আপনার শহরের কোন হাসপাতালে উপলব্ধ এই পরিষেবা তা জানতে নিম্নে প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন।
https://helpline.swasthyasathi.gov.in/ssHospitalDdetails.aspx – এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে।
এখানে আপনাকে আপনার শহর, হাসপাতালের ধরণ এবং গ্রেড ইত্যাদি তথ্যাদি পূরণ করতে হবে। শেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অঞ্চলে যে যে হাসপাতালে এই স্বাস্থ্যসাথী সুবিধা উপলব্ধ, তার একটি তালিকা আপনার সামনে প্রদর্শিত হবে।