Ad
রাজ্য

তৃণমূলের সভায় জনজোয়ার বড়ঞার, ডাকবাংলোয়

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ব্যুরো : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডাকবাংলা হাট ময়দানে ঐতিহাসিক জনসভা করল বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার সভায় উপস্থিত হয়েছিলেন দলের জেলা সভাপতি আবু তাহের খান, অপূর্ব সরকার , অশোক দাস ও হুমায়ুন কবির সহ জেলা তৃণমূলের একাধিক নেতৃত্ব।

ব্লক সভাপতি গোলাম মুর্শিদের উদ্যোগে এই সভা থেকেই বিধানসভা নির্বাচনের ডাক দিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। দলীয় প্রার্থীর জন নিশ্চিত করতে উপস্থিত কর্মীদের একাধিক নির্দেশ দেন জেলা ও ব্লক নেতৃত্ব।

Ad

পাশাপাশি সভা থেকে আবু তাহের খান কড়া ভাষায় অধীর চৌধুরী কে আক্রমণ করে বলেন মিম পাটি ও বিজিপির সহোযোগে মুর্শিদাবাদের সম্প্রতি নষ্ট করছে অধীর বাবু পাশাপাশি এই সভা থেকেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির নিরাপত্তা রক্ষি প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, সভাধিপতির নিরাপত্তা রক্ষি প্রত্যাহার তিনি নিজেই করছেন, সরকারের কোনো সাহায্য বা নিরাপত্তা তার না চাওয়ার কারনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন