Ad
রাজ্য

ফের তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন, শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ব্যুরো :- তৃনমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন রায়গঞ্জ ও চাকুলিয়ার বেশকিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তৃনমূল কংগ্রেসের কাজকর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশজুড়ে উন্নয়নমূলক কাজে অনুপ্রানিত হয়ে তারা বিজেপিতে যোদান করছেন বলে দাবী বিজেপির।

রবিবার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামপঞ্চায়েতের তৃনমূল অঞ্চল কমিটির সভাপতি আবদুল হকের নেতৃত্বে কয়েকশো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃনমূল কংগ্রেস ও অন্যান্য ছেড়ে বিজেপিতে যোগদান করেন। রবিবার এইসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী এবং বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ হায়াজউদ্দীন।

Ad

  রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ ব্লকের শঙ্করপুর গ্রামপঞ্চায়েতের তৃনমূল অঞ্চল সভাপতি আবদুল হকের নেতৃত্বে প্রায় ২৫০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করায় রায়গঞ্জে বিজেপির যে আরও শক্তিবৃদ্ধি হল তা বলাই যায়।

তৃনমূল কংগ্রেসের জেলা বা ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বকে বাদ রেখেই কাজকর্ম করে চলেছে। এছাড়াও দলে দুর্নীতিতে একেবারে ছেয়ে গিয়েছে বলে অভিযোগ বিজেপিতে যোগদানকারীদের। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকার নীচুতলার কর্মীরা তৃনমূল কংগ্রেসের কাজে বীতশ্রদ্ধ হয়েই তৃনমূল কংগ্রেস ছেড়ে দলে দলে বিজেপিতে যোগদান করছেন বলে দাবী বিজেপি নেতৃত্বের। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

আরও পড়ুন