নিজস্ব প্রতিনিধি , নয়াদিল্লি: ঠ্যালার নাম বাবাজি। চাপের মুখে পড়ে অবশেষে শনিবার সন্ধ্যায় প্রথম দু’দফার ভোটের ৬০ আসনের মধ্যে ৫৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় প্রকাশিত তালিকায় বেশ কিছু চমক রয়েছে। জল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী।
ময়নায় প্রার্থী হয়েছেন ক্রিকেটার অশোক দিন্দা। ডেবরা থেকে দাঁড়িয়েছেন ভারতী ঘোষ।
গতকাল শুক্রবারই রাজ্য বিধানসভার জন্য তৃণমূল কংগ্রেসর পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। কালিঘাটে নিজের বাড়িতে দলের ২৯১ জন প্রার্থী নাম প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি তিন আসন গোর্খা জনমুক্তি মোর্চাকে ছেড়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের ঘন্টা দুয়েক বাদে বামফ্রন্টের পক্ষ থেকেও প্রথম দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আর তার পরেই প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের উপরে চাপ বাড়ায় রাজ্য নেতৃত্ব।
শুক্রবার রাতেই বিজেপি রাজ্য নেতৃত্বকে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডের সভার পরেই দলের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সূত্রের খবর, প্রার্থী তালিকা নিয়ে দলের অন্দরে শুরু হওয়া ‘আদি’ বনাম নব্যের লড়াই যাতে প্রকাশ্যে না আসে ও মোদির সভায় প্রভাব না পড়ে তার জন্যই প্রার্থী তালিকা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন অমিত শাহ-জেপি নাড্ডা। যদিও শনিবার সকাল থেকে প্রার্থী তালিকা প্রকাশ করার দাবি জানান বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। প্রার্থী তালিকা ঘোষণা না করলে রবিবার অনেকেই ব্রিগেড সভা এড়িয়ে যেতে পারেন। শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে রাতেই প্রার্থী তালিকা প্রকাশের পথে হাঁটে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
এদিন প্রকাশিত প্রার্থী তালিকায় কোন কেন্দ্রে কে গেরুয়া শিবিরের প্রার্থী হলেন, তা চোখ বুলিয়ে নেওয়া যাক—
পটাশপুর —–অম্বুজাক্ষ মহান্তি
কাঁথি উত্তর —সুনীতা সিংহ
ভগবানপুর —রবীন্দ্রনাথ মাইতি
খেজুরি —- শান্তনু প্রামাণিক
কাঁথি দক্ষিণ—- অরূপ কুমার দাস
রামনগর —– স্বদেশরঞ্জন নায়েক
এগরা —– —–অরূপ দাস
দাঁতন ——– শক্তিপদ নায়েক
নয়াগ্রাম —- —-বকুল মুর্মূ
গোপীবল্লভপুর — সঞ্জিত মাহাত
ঝাড়গ্রাম —-সুখময় শতপথি
সাগর —— বিকাশ কামিলা
তমলুক —– হরেকৃষ্ণ বেরা
পাঁশকুড়া পূর্ব—– দেবব্রত পট্টনায়েক
পাঁশকুড়া পশ্চিম —সিন্টু সেনাপতি
ময়না ——— অশোক দিন্দা
নন্দকুমার —— নি লা ঞ্জন অধিকারী
মহিষাদল ——–বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
হলদিয়া ———তাপসী মণ্ডল
নন্দীগ্রাম ——- শুভেন্দু অধিকারী
চণ্ডিপুর ——— পুলককান্তি গুড়িয়া
নারায়ণগড়—— রামপ্রসাদ গিরি
সবং ————- অমূল্য মাইতি
পিংলা ——–অন্তরা ভট্টাচার্য
ডেবরা ——– ভারতী ঘোষ
দাসপুর ——প্রশান্ত বেরা
ঘাটাল ——-শীতল কাপাট
চন্দ্রকোণা —-শিবরাম দাস
কেশপুর —–প্রীতীশরঞ্জন কুয়ার
তালডাংরা —- শ্যামল কুমার সরকার
বাঁকুড়া———নিলাদ্রিশেখর দানা
ওন্দা ———-অমর শাখা
বিষ্ণুপুর —–তন্ময় ঘোষ
কেশিয়াড়ি —-সোনালি মুর্মূ
খড়গপুর —–তপন ভুঁইয়া
গড়বেতা—— মদন রুইদাস
শালবনি ——রাজীব কুণ্ডু
মেদিনীপুর —-সমিত দাস
বিনপুর ——–পালন সোরেন
বান্দোয়ান —– পারসি মুর্মূ
বলরামপুর —বাণেশ্বর মাহাত
জয়পুর ——নরহরি মাহাত
পুরুলিয়া —–সুদীপ মুখোপাধ্যায়
মানবাজার —-গৌরী সিংহ সর্দার
পারা ———নদিয়া চন্দ্র বাউড়ি
রঘুনাথপুর —-বিবেকানন্দ বাউড়ি
শালতোড়া —- চন্দনা বাউড়ি
ছাতনা ——–সত্যনারায়ণ মুখোপাধ্যায়
রানিবাঁধ ——ক্ষুদিরাম টুডু
রায়পুর ——-সুধাংশু হাঁসদা
গোসাবা —– চিত্ত প্রামাণিক
পাথরপ্রতিমা —-অসিত হালদার
কাকদ্বীপ ———দীপঙ্কর জানা
কোতুলপুর —— হরকালি প্রতিহার
ইন্দাস ———— নির্মল ধাড়া
সোনামুখী —— দিবাকর ঘোরমি



