CBI-এর সামনে জবাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা

ইউবিজি নিউজ ডেস্ক : প্রায় একটা দিন কেটে যাওয়ার পর কয়লাকাণ্ডে CBI-সামনের জবাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।

CBI সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টাবা থেকে বেলা ৩টের মধ্যের গোয়েন্দাদের বাড়িতে আস্তে বলেছেন তিনি। তাকে লেনদেন সংৰকান্ত প্রশ্ন করবে CBI।

এদিকে, কয়লাকাণ্ডের তদন্তে মিলেছে নতুন তথ্য। লন্ডনের আরও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ। ওই অ্যাকাউন্টেও পাঠানো হয়েছে প্রচুর টাকা।