Ad
রাজ্য

নুসরত জাহান কোভিড পজিটিভ! ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল খবর, নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

UBG NEWS: নুসরত জাহান করোনায় আক্রান্ত, গত ২৪ ঘণ্টায় এমনই খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। কেমন আছেন অভিনেত্রী, সেই খোঁজই চলছে এখন নেট দুনিয়ায়। নিজের অসুস্থতা নিয়ে মুখ খুলে কি জানালেন নুসরত!

কেমন আছেন এখন নুসরত জাহান, এই প্রশ্ন এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে ভক্তদের মনে। অভিনেত্রী নুসরত জাহান। রবিবার প্রকাশ্যে আসে খবর, করোনায় আক্রান্ত হয়েছে নুসরত জাহান। যার ফলে উদ্বেগ বারে ভক্ত মহলে।

Ad

বর্তমানে নির্বাচনের কাজ নিয়ে সকলেই ব্যস্ত। সেই সূত্রে প্রতিনিয়তই রাস্তায় বেরোতে হচ্ছে নুসরাত কেও। কিভাবে ছড়ালো সংক্রমণ প্রশ্ন উঠেছে সর্বত্র। রাতারাতি খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

তবে এই নিয়ে এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন নুসরাত। তিনি জানেন গায়ে রয়েছে হালকা জ্বর। তবে করোনায় আক্রান্ত তিনি নন। ভাইরাল ফিভার বলে অনুমান করছে আপাতত ডাক্তার। এখনও টেস্ট করতে বলা হয়নি।

যার ফলে স্পষ্ট যে নুসরত কোভিড পজিটিভ নন। চিকিৎসা চলছে, পরবর্তীতে রাখতে টেস্ট করতে বললে তিনি নিশ্চয়ই করবেন বলে জানান।

সকলের সঙ্গে পাল্লা দিয়ে ভোটের প্রচারে নেমেছেন নুসরত নিজেও। যার ফলে সংক্রমনের ভয় থেকেই যায়। তার থেকেই ছড়িয়েছে উদ্বেগ বলে অনুমান।।

আরও পড়ুন