Ad
তথ্যপ্রযুক্তি

জন্মদিনের শুভেচ্ছা বা অন্যকিছুর মেসেজ করুন সঠিক সময়ে শিডিউল করে, কিভাবে করবেন? এখনই শিখে নিন

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ :  টেক্সট মেসেজ পাঠালে অপর প্রান্তের মানুষটি বিরক্ত হতে পারেন, এই কথা ভেবে অনেকেই পিছিয়ে আসেন। যদিও, আপনি চাইলে যে কোনও টেক্সট মেসেজ শিডিউল করে পরে আপনার পছন্দ মতো সময়ে তা পাঠানো সম্ভব।

প্রায় সব অ্যান্ড্রয়েড ফোনেই এই কাজ করা সম্ভব। Google Messages ব্যবহার করে যেমন মেসেজ শিডিউল করে পাঠানো সম্ভব, একই সঙ্গে আবার মেসেজ বিভিন্ন বিভাগে সাজিয়েও রাখতে পারেন আপনি।

Ad

পরে নিজের পছন্দমাফিক সময়ে কী ভাবে কোনও টেক্সট মেসেজ শিডিউল করবেন? দেখে নিন।

Android ফোনে টেক্সট মেসেজ শিডিউল করবেন কী ভাবে?

* Android ফোনে Messages অ্যাপ ওপেন করুন।
* * এবার Compose অপশন বেছে নিন।
* মেসেজ টাইপ করার আগে ও সেন্ড করার সময় সেন্ড বাটন ট্যাপ করে হোল্ড করুন।
* * এখানে একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে।
* এবার যে সময়ে মেসেজ পাঠাতে চান তা সিলেক্ট করুন। বিভিন্ন প্রিসেট সময় দ্রুত বেছে নিতে পারেন।
* * অথবা চাইলে নিজের সুবিধা মতো নির্দিষ্ট সময়ও বেছে নিতে পারেন।
* সব শেষে সেন্ড বাটন সিলেক্ট করুন।
* * আপনার Messages অ্যাপে এই অপশন না দেখালে, Google Play Store থেকে আপনি Google Message অ্যাপ আপডেট করে নিন।

এছাড়াও, Google Messages এর মধ্যে বিভিন্ন মেসেজ নিজে থেকে একাধিক বিভাগে ভাগ হয়ে যায়। এছাড়াও, যে কোনও OTP 24 ঘণ্টা পরে ফোন থেকে নিজে থেকেই ডিলিট করে দেয় এই অ্যাপ।

আরও পড়ুন