Ad
খেলা

আর্জেন্টিনার বিরুদ্ধে বড় জয় হাসিল ভারতীয় পুরুষ হকি দলের

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ওয়েব ডেস্ক : দিনের শুরুটা বেশ ভালোই হল ভারতের। টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে দুরন্ত ফর্ম বজায় রেখে কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে বড় জয় হাসিল ভারতীয় পুরুষ হকি দলের।

শেষ ১৬ এ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুর মুখোশের ছিল ডেনমার্কের মিয়া ব্লিচফিল্ট। তবে সেই ম্যাচ হাসতে হাসতে জিতে নেন সিন্ধু। দাঁড়াতেই দেননি প্রতিপক্ষকে। শেষ অবধি সিন্ধু ২১-১৫, ২১-১৩ ফলে স্ট্রেট সেটে হারান মিয়াকে।

Ad

এদিকে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে বড় জয় হাসিল করে ভারত। প্রথমে পেনাল্টি কর্নার থেকে গোল পায় আর্জেন্টিনা। কিন্তু তারপর বরুণ কুমার, বিবেক সাগর প্রসাদ ও হরমনপ্রীত সিংয়ের গোল দারুণ জয় পায় ভারত।

আরও পড়ুন