Ad
খেলা

ঠিক হয়ে গেল আইপিএল ২০২২-এর দিনক্ষণ, জানুন কবে?

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ডেস্ক : পরের বছর আইপিএল শুরু হতে পারে কবে থেকে? ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত কিছু না জানালেও সূত্রের খবর, ২ এপ্রিল থেকে শুরু হতে পারে পঞ্চদশ আইপিএল। এ বার ঘরের মাঠেই আইপিএল আয়োজন করার চেষ্টা করবে বোর্ড। চেন্নাইতে শুরু হতে পারে আইপিএল। মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংস। সেই শহরেই শুরু হতে পারে পরের আইপিএল।

২০২২-র আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়র লিগ) ২ এপ্রিল শুরু হতে পারে। এমনটাই খবর বিসিসিআই সূত্রের। বিসিসিআই সচিব জয় শা কয়েকদিন আগেই জানিয়েছেন, আইপিএলের ১৫তম আসর ভারতের মাটিতে বসবে। ২০২২-র আইপিএলে ২টি নতুন দল অংশ নেবে। এবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপকে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে সূচি এখনও চূড়ান্ত হয়নি। ১০ দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ম্যাচের সংখ্যা দাঁড়াবে ৭৪।

Ad

আরও পড়ুন