IND VS AUS : পিঙ্ক বল ডে-নাইট টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করবে ভারত, দেখুন ভারতীয় প্রথম একাদশ

ইউবিজি নিউজ ডেস্ক : শুরু হল টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দু’য়ের লড়াই। অ্যাডিলেড ওভালে এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামল ভারত। একই সঙ্গে এটি বিদেশের মাটিতে ভারতের প্রথম পিঙ্ক বলে ডে-নাইট টেস্ট।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের। বুধবারই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছিল ভারত। এদিন তাদের প্রথম একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া। এদিন টেস্ট অভিষেক হয় ক্যামেরন গ্রিনের।

অ্যাডিলেড টেস্টে ভারতীয় একাদশ: পৃথ্বী শ, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্ক রাহানে (ভাইস-ক্যাপ্টেন), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন।