Ad
খেলা

অবশেষে বল হাতে পান্ডিয়া, মরণ-বাঁচন ম্যাচের প্রস্তুতি শুরু কোহলিদের

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ডেস্ক : হার্দিক পান্ডিয়া কেন বোলিং করছেন না! এই প্রশ্নটাই গত কয়েক মাস ধরে কিছু ভারতীয় সমর্থকের মাথায় ঘুরছে।

টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বোলিং করেননি পান্ডি। তা নিয়েও কম কথা শুনতে হয়নি তাঁকে। ব্যাট হাতেও রান পাননি হার্দিক। ফলে সমালোচনা জুটেছিল বিস্তর।

Ad

পাকিস্তান ম্যাচে হার ভারতীয় দলকে বড় ধাক্কা দিয়েছিল। সেই ধাক্কা সামলে বুধবার প্র্যাকটিসে নেমেছিল টিম ইন্ডিয়া। এবার মরণ-বাঁচন ম্যাচ। তাও আবার নিউ জিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে।

এই ম্যাচ হারলে বিপদ আরও বাড়বে কোহলির দলের। পান্ডিয়ার পারফরম্যান্স এখন আতস কাচের তলায়। লাগাতার ব্যর্থ হচ্ছেন তিনি। ফলে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বুধবার নেটে বোলিং করতে দেখা গেল পান্ডিয়াকে। তাঁর বোলিং না করার জন্য অনেক কথা উঠেছে। শেষমেশ নেটে কয়েক ওভার বোলিং করলেন ভারতীয় অলরাউন্ডার। তবে তাঁর বোলিং দেখে বোঝা যাচ্ছিল, এখনও ১০০ শতাংশ ফিট নন।
পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে চোট পেয়েছিলেন। স্ক্যান হয়েছিল পান্ডিয়ার। তবে চোট গুরুতর ছিল না। ফিটনেস টেস্ট পাশ করেছেন পান্ডিয়া। এখন দেখার, মরণ-বাঁচন ম্যাচে তিনি ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পান কি না!

আরও পড়ুন