Ad
খেলা

স্বপ্নভঙ্গ! সেমিফাইনালে হার পি ভি সিন্ধুর

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ : স্বপ্নভঙ্গ পি ভি সিন্ধুর, সেমিফাইনালে এসে হারতে হল তাকে। এবারের মত অলিম্পিকে সোনা জয়ের আশা শেষ সিন্ধুর

আজ দুপুরে টোকিও অলিম্পিকে মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গেলসে নেমেছিল পি ভি সিন্ধু। সেমিফাইনালে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা তাই জু-ইং এর বিরুদ্ধে নেমেছিল সিন্ধু। তাই জু-ইং এর কাছে হেরেই এবারের মত অলিম্পিকে সোনা জয়ের আশা শেষ সিন্ধুর।

Ad

খেলার শুরু থেকেই তাই জু-ইং-কে কড়া চ্যালেঞ্জ দেয় সিন্ধু কিন্তু ম্যাচ যত এগোতে থাকে ততই ছন্দ পতন হতে থাকে সিন্ধুর। তাই জু-ইংয়ের বিরুদ্ধে ১৮-২১, ১২-২১ ব্যবধানে হেরে গেলেন সিন্ধু।

সেমিতে হেরে রূপো, সোনা জয়ের আসা শেষ হলেও এখনও ব্রোঞ্জ জয়ের আসা রয়েছে সিন্ধুর।

আরও পড়ুন