Ad
দক্ষিণ বঙ্গ

ডোমকলে প্রকাশ্য দিবালকে শুট আউট,তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে গুলি

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ :-মুর্শিদাবাদ জেলার ডোমকলে তৃণমূল গোষ্ঠী দ্বন্দের ডোমকল পৌরসভার অন্তর্গত ১৩নং ওয়ার্ডে রঘুনাথপুরে মোড়ে জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রকাশ্য দিবালকে রবিবার বিকেলে মোটর সাইকেল করে এসে গুলি করল দুষ্কৃতীরা বলে স্থানীয় দের অভিযোগ।

ঘটনার জেরে আনুয়ার হোসেন (২৬) ও তার পিতা আবুল হোসেন গুরুতর জখম হন । আহত ব্যক্তি দের ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ও ঘটনা স্থানে বিশাল পুলিশ বাহিনী ও ডোম কল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী উপস্থিত আছেন।

Ad

স্হানীয়রা জানিয়েছেন, বর্তমানে ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম ইন্ধনে এই প্রকাশ্য দিবালকে গুলি চালায় তৃণমূল নেতা আশাদুল ইসলাম ওরফে আশা বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন