ইউবিজি নিউজ, শিলিগুড়িঃ-গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় আটশো গ্রাম ওজনের হাতির দাঁত সমেত এক মহিলাকে গ্রেপ্তার করল বৈকুন্ঠপুর বনবিভাগের শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত।
ধৃত মহিলার নাম হেমন্তী গুরুং।তার বাড়ি মালবাজারে।বৈকুণ্ঠপুর বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ডুয়ার্সের উদলাবাড়ির কাছে একটি হোটেলের সামনে থেকে ওই মহিলাকে হাতির দাঁত সমেত গ্রেপ্তার করা হয়।
বৈকুন্ঠপুর বনবিভাগের ডিএফও উমারানি এন জানিয়েছেন কোথা থেকে এই হাতির দাঁত নিয়ে আসা হয়েছিল,কোথায় ওই হাতির দাঁত নিয়ে যাওয়া হচ্ছিল তা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।গ্রেপ্তার হওয়া ওই মহিলাকে আজ আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে বনদপ্তর।



