Ad
শিলিগুড়ি

শিলিগুড়িতে ১২০ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

UBG NEWS:ফের একবার বড়সড় সাফল্য পেল এনজেপি থানার পুলিশ।বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর সেখানে দুটি ছোট গাড়ি আটক করে। এবং আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা।

এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম চন্দন রায়,শম্ভু দাস ও স্বপন রায়। তিনজনই জলপাইগুড়ির বাসিন্দা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে দুটি গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

Ad

যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এবং উদ্ধার হওয়া গাঁজাগুলো কোচবিহার থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ।

ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। যদিও তদন্তের স্বার্থে আদালতে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

আরও পড়ুন