Ad
শিলিগুড়ি

ফের বড়োসড়ো সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের, আগ্নেয়াস্ত্র,তাজা কার্তুজ সহ উদ্ধার জাল নোট

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

শিলিগুড়িঃ- ডাকাতির আগে পুলিশের জাল লে পাঁচ ডাকাত।উদ্ধার আগ্নেয়াস্ত্র,তাজা কার্তুজ সহ জালি নোট।ফের বড়োসড়ো বড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের।ডাকাতির ছক বানচাল করে পুলিশের জালে ৫ দুষ্কৃতী,উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র,দুটি বাইক সহ বেশকিছু নকল টাকা।

বিহার থেকে একটি ডাকাত দল বড়োসড়ো ডাকাতির ঘটনা ঘটাবার উদ্দেশ্যে এনজেপি থানা এলাকায় ঘাঁটি গেড়েছে।এমন খবর এসটিএফ এর কাছে আসার পর বিষয়টি জানানো হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে।সেই রিপোর্টের ওপর ভিত্তি করে তদন্ত নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিডি ও এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।

Ad

তাদের যৌথ অভিযানে শুক্রবার ফিল্মি কায়দায় গ্রেপ্তার করা হয় ওই ডাকাত দলকে।দুটি আগ্নেয়াস্ত্র, দুটি চোরাই বাইক,পাঁচটা মোবাইল,১৭টি তাজা কার্তুজ,৩টি ম্যাগজিন,২২টা ১০০ টাকার জাল নোট।

তবে নকল টাকা কোথা থেকে পেল বা কি উদ্দেশ্যে তাদের কাছে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।বৃহস্পতিবার এনজেপি থানায় এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানান ডিসিপি ডিডি কুনওয়ার ভুষন সিং।

আরও পড়ুন