Ad
রাজনীতি

ভুল বানান ঠিক করতে দিলীপ ঘোষকে বর্ণপরিচয় পাঠালেন কংগ্রেস নেতা!‌

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ :‌ বাংলায় বিজেপি করার অপরাধে মহিলাদের উপর নৃশংস আক্রমণের ঘটনা ঘটছে। আর সেই প্রতিবাদে সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির অন্যান্য সাংসদরা। আর সেই বিক্ষোভ কর্মসূচিতেই দিলীপ ঘোষের হাতে দেখা যায় কন্যাশ্রী লেখা প্ল্যাকার্ড। কিন্তু সেই প্ল্যাকার্ডে কন্যাশ্রী বানানটি ভুল লেখা ছিল।

আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ইমেল করে বর্ণপরিচয়ের পিডিএফ পাঠালেন দিলীপ ঘোষকে। স্পিড পোস্টে দিলীপ ঘোষের কাছে বর্ণপরিচয় বইও পৌঁছে দেওয়া হবে বলে জানালেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর কথায়, ‘‌একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে এটা আমার কর্তব্য।

Ad

দায়িত্বশীল বাঙালি হিসাবে আমার মনে হয়েছে, দিল্লির বুকে দিলীপ ঘোষদের হাতে ওরকম বানান দেখে মানুষ কী ভাববে! সে কারণেই বর্ণপরিচয় পাঠানোর সিদ্ধান্ত নিলাম। বাঙালির সম্মান যেন অটুট থাকে সে বিষয়টি দেখা দরকার। দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির অন্যান্য সাংসদরা সংসদের বাইরে যে ইস্যুতে সেদিন বিক্ষোভ করছিলেন সেই বিষয়ে আমি কিছু মন্তব্য করছি না।’‌
এ প্রসঙ্গ দিলীপ ঘোষ বলেন, ‘‌অনেক সময় অনুবাদের সময় বানান ভুল হয়ে যায়। আর এই ঘটনার নিয়ে অনেককে আলোচনা করার সুযোগ করে দিলাম।’‌

আরও পড়ুন