দিনহাটা , ১২ জানুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের প্রতিটি জেলায় পালিত হচ্ছে বিবেক চেতনা উৎসব। তেমনি কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লক যুব কল্যাণ বিভাগ ও ক্রীড়া দফতরের উদ্যোগে বিবেক চেতনা উৎসব পালিত হলো সাহেবগঞ্জে।
এদিন শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভারাম্ভ হয় এরপর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। উপস্থিত ছিলেন দিনহাটা ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দত্ত যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুরিমা চক্রবর্তী দিনহাটা ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন রায় যুব কল্যাণ দপ্তর এর দায়িত্বপ্রাপ্ত শংকর প্রামানিক প্রমূখ।
প্রতিবছরের মতো এবছরও বিবেক চেতনা উৎসব উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি ফুটবল ম্যাচ আয়োজিত হয় এদিন। অনুষ্ঠান শেষে সকল বিজয়ী এবং বিজয়ীদের পুরুষ্কার বিতরণ করা হয়।
কোভিড স্বাস্থ্যবিধি মেনে এই বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হয়েছে বলে দিনহাটা ২ নং ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।