Ad
উত্তরবঙ্গ

তুফানগঞ্জের সিপিআইএম কার্যালয়ে উদযাপিত হল ১০৪ তম বিপ্লব দিবস

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ব্যুরো : ১০৪ তম বিপ্লব দিবস উদযাবিত হলো তুফানগঞ্জের সি পি আই এম কার্যালয়ে। এদিন সি পি আই এম এর তুফানগঞ্জ পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে তুফানগঞ্জ যৌথ এরিয়া কার্যালয়ের সামনে পার্টির রক্ত পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন করেন সি পি আই এম এর তুফানগঞ্জ পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দিলীপ বিশ্বাস।এছাড়াও শহীদ বেদিতে পুষ্প স্তবক অর্পন করা হয়।

Ad

উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুভাষচন্দ্র ভাওয়াল,নিত্যেন্দ্র চন্দ্র দে,অজয় বাগচি।

এদিন উপস্থিত বক্তারা নভেম্বর বিপ্লবের তাৎপর্য নিয়ে নানান আলোচনা তুলে ধরেন।

আরও পড়ুন