Ad
উত্তরবঙ্গ

বিধানসভা ভোটে জনসংযোগ কে আরও বাড়াতে কীর্তনে অংশ নিলেন বিধায়ক উদয়ন গুহ

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ, দিনহাটা: ভোটের মুখে জনসংযোগ কে আরও বাড়াতে কীর্তনে অংশ নিল বিধায়ক উদয়ন গুহ।

সোমবার সন্ধ্যায় দিনহাটা দুই ব্লকের নয়ারহাট গোবরাছড়া গ্রাম পঞ্চায়েতের আবুতারা এলাকায় কীর্তনে অংশ নেওয়ার পাশাপাশি সেখানে আসা আট থেকে আশি সকলের হাতে প্রসাদ তুলে দিলেন।

Ad

এদিন তার সঙ্গে ছিলেন নবীর উদ্দিন শেখ, মনোজ দে প্রমুখ। উল্লেখ্য কয়েকদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ নিজের বিধানসভা কেন্দ্রে কীর্তনে অংশ ভক্তপ্রান মানুষের মধ্যে প্রসাদ হিসাবে বাতাসা বিলি করেন। মন্ত্রীর পর দিনহাটার বিধায়ক উদয়ন গুহ একই ভাবে এদিন কীর্তনে অংশ নিয়ে সকলের সাথে সগুভেচ্ছা বিনিময় করেন।

বিজেপি নেতৃত্ব অবশ্য বলেন , কীর্তনে অংশ নিয়েও লাভ হবে না । বাংলায় পরিবর্তনের অপেক্ষায় রয়েছে ভোটাররা। বিধায়ক বলেন,”জনসংযোগে এসে এদিন কীর্তনে অংশ নিতে পেরে বেশ ভালো লাগছে।”

আরও পড়ুন