Ad
উত্তরবঙ্গদক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুরে নতুন করে করোনা আক্রান্ত ২৩

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ, ব্যুরো রিপোর্ট : দক্ষিণ দিনাজপুরে নতুন করে করোনা আক্রান্ত ২৩। শনিবার সকালে ৩ জন ও রাতে ২০ জনের সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই ২৩ জনের রিপোর্ট আসে।

এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৮। গতকাল নতুন করে ১৩ জন সুস্থকে ছাড়া হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৭০ জন।

Ad

নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন স্বাস্থ্যকর্মী ও একজন প্রসূতি রয়েছেন। জানা গিয়েছে, ঐ স্বাস্থ্যকর্মী তিন জন হরিরামপুরের এবং গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি এক প্রসূতি করোনা পজিটিভ।

নতুন করে করোনা আক্রান্তদের বাড়ি বালুরঘাট, কুমারগঞ্জ, গঙ্গারামপুর ও হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকায়।

এর মধ্যে হরিরামপুরে ১১, কুমারগঞ্জে ৫, গঙ্গারামপুরে ৫ ও বালুরঘাট ব্লকে ২ জন করোনা আক্রান্ত হদিশ মিলেছে। সকলের চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন