Ad
উত্তরবঙ্গ

সাতসকালে ভূমিকম্প, ৫:৩ মাত্রায় কেঁপে উঠল উত্তরবঙ্গ সহ আসাম

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ব্যুরো : সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। বুধবার সকাল ৮:৪৫ মিনিট নাগাদ উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি এবং অসম, ধুবরি তেও কম্পন অনুভূত হয়।

খুব কম সময়ের জন্য অনুভূতি হয় এই কম্পন। এখনও পর্যন্ত কোথাও থেকে কোনও রকমের জীবনহানি কিংবা সম্পত্তি হানির কোনও খবর পাওয়া যায়নি।

Ad

উৎপত্তি স্থল অসম

এদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল অসমের লক্ষিপুর বলে জানা গিয়েছে। রিখটারস্কেলে ভূমিকম্পের মাত্রা ৫:৩।

আরও পড়ুন