Ad
আলিপুরদুয়ারউত্তরবঙ্গকোচবিহার

অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি কোচবিহার ও আলিপুরদুয়ারে:আবহাওয়া দফতর

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

কোচবিহার ও আলিপুরদুয়ারঃ আপাতত বৃষ্টি কমার তেমন কোনও লক্ষণ নেই। বৃহস্পতিবারেও বজায় থাকছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আজ রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, এমনটাই খবর।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। বিহার থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জন্যই এই বৃষ্টিপাতের প্রাবল্য বৃদ্ধি। এর পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।

Ad

পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন