Ad
উত্তরবঙ্গজলপাইগুড়ি

বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার ও দিলীপ ঘোষের উপর আক্রমণ এর প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ বিজেপি কর্মীদের

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ, ব্যুরো রিপোর্ট : বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর তৃনমুলের আক্রমণের ও বিদ্যুৎ এর বিল মুকুপ এর দাবিতে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে গেলে জলপাইগুড়ি জেলা বিজেপি মোট ১৬জন বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ এর প্রতিবাদে আজ জলপাইগুড়ি কোতয়ালী থানাতে বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর নেত্বিতে বিক্ষোভ। বিজেপির বিক্ষোভকে কেন্দ্রকরে উত্তেজনা ছড়ায় থানা চত্তরে।

আজ কোলকাতায় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আক্রান্ত হয় তৃনমুলের দারা।পাশাপাশি লকডাউনের তিন মাস বিদ্যুৎ এর বিল মুকুপের দাবিতে আজ জলপাইগুড়ি স্টেশন রোড অবস্তিত বিদ্যুৎ দপ্তরের বিক্ষোভ দেখাতে গেলে সেখানে রাজ্য বিজেপির সহ সভাপতি দীপেন প্রামানিক, জেলা যুব মোর্চার জেলা সভাপতি শ্যাম প্রসাদ সহ মোট ১৬বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও বিজেপি কর্মীদের কোনো অনুষ্ঠানের অনুমতি দিচ্ছেনা পুলিশ প্রশাসন অন্যদিকে তৃনমুলকে সমস্ত অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে পুলিশ। একই দেশে দুটি দলের জন্য দুই রকম আইন হতে পারেনা। এর প্রতিবাদে আজ জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী নেত্বিতে কোতয়ালী থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিক্ষোভ চলাকালীন পুলিশের সাথে বিজেপি কর্মীদের বচসা হয়। বিক্ষোভ শেষে জেলা সভাপতি বাপি গোস্বামী তৃনমুলকে হুমকি দিয়ে বলেন আর আট মাস তার পর তৃনমুলের পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবেনা।আমরা চেলেঞ্জ করছি কিছুদিন বাদে তৃনমুলের পার্টি অফিসে প্রদীপ জালানোর কর্মী পাওয়া যাবেনা।

Ad

আরও পড়ুন