ইউবিজি নিউজ, তুফানগঞ্জ : চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে। জানা যাচ্ছে, তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরান ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লি এলাকার বাসিন্দা সমীর দাস শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে তাঁর চার মাসের শিশুকে সোমবার বিকেলে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করান।
অভিযোগ, মঙ্গলবার সকালে শিশুটির শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে শিশুটির পরিবার। তবে ওই চিকিৎসক ফোন না তোলায় ও হাসপাতালে আসার আগেই এদিন সকাল সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় শিশুটির।
পরিবারের অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত নার্সরা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন না তোলায় যোগাযোগ করা সম্ভব হয়নি। সময় মতো চিকিৎসা করলে শিশুটি বেঁচে যেত বলে দাবি তাঁর পরিবার। যদিও পরিবারের আনা চিকিৎসার গাফিলতির অভিযোগকে তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে হাসপাতালের তরফে।



