তুফানগঞ্জ, ১১ জানুয়ারিঃ কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে ও দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সর্মথনে তুফানগঞ্জে সংহতি মিছিল করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতি সংগঠন।
সংগঠনের রাজ্য১ সম্পাদক মন্ডলীর সদস্যা সাত্ব্না দত্ত বলেন, কর্পোরেটদের ও আদানী, আম্বানীদের স্বার্থ রক্ষা কারি যে বিজেপির কালা কৃষি আইন, তার বিরুদ্ধে যে চলমান কৃষক আন্দোলন তাকে সর্মথন জানিয়ে আজকে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে জাঠা মিছিল।
তিনি আরও বলেন, কেন্দ্রের বিজেপি সরকারকে এই বার্তা দিতে চাই তুমি কর্পোরেটের স্বার্থ রক্ষাকারী আইন প্রণয়ন করতে গিয়ে কৃষক, বহু মানুষকে খুন করেছ, লাগলে আরও রক্ত দিব কিন্তু কালা কৃষি আইন চালু করতে দেব না। গোটা দেশ আজ আন্দোলনের ময়দানে এসে দাঁড়িয়েছে।
এদিন তুফানগঞ্জ রেগুলেটেড মার্কেট কালিবাড়ী মোড় থেকে এই মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে থানা চৌপথীতে শেষ হয়।