Ad
আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

আলিপুরদুয়ার ১ নং ব্লক ও অঞ্চল কমিটি গঠন হলো , পুনরায় ব্লক সভাপতি হলো মনোরঞ্জন দে

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :আজ আলিপুরদুয়ার জেলায় আলিপুরদুয়ার ১ নং ব্লকের ব্লক ও অঞ্চল কমিটি গঠন হয় | জানা যায়, মমতা ব্যানার্জীর হাত শক্ত করতে এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামীর অনুমতি ক্রমে ও বিধায়ক ড: সৌরভ চক্রবর্তীর অনুমোদনের সাথে তৃণমূল যুব কংগ্রেস জেলা সভাপতি বাবলু কর, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সমীর ঘোষ , মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপিকা রায়, তুষার চক্রবর্তীর , উপস্থিতিতে বূথ অঞ্চল ব্লক ও জেলা নেতৃত্ব এর সামনে সকলের সম্মতিক্রমে ব্লক ও অঞ্চল কমিটি গঠন করা হয় |

আজকের এই সভায় পুনরায় ব্লক সভাপতির দায়িত্ব পেয়েছেন মনোরঞ্জন দে | তিনি বলেন ” পুনরায় এই দায়িত্ব দেওয়ায় আমি গর্বিত , আমি নিষ্ঠার সঙ্গে তৃণমূলের সৈনিক হিসেবে সকলের সাথে মিলে কাজ করার চেষ্টা করবো |”

Ad

আরও পড়ুন