Ad
উত্তরবঙ্গজলপাইগুড়ি

ময়নাগুড়ির জোরপাকড়ি বাজারে আগুন লেগে পুড়ে ছাই বহু দোকানপাট। UBG NEWS

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে
UBG NEWS, ময়নাগুড়ি : হেলাপাকড়িঃময়নাগুড়ি ব্লকের,ধম্মপুর অঞ্চলের জোরপাকড়ি বাজারে আজ ভোর রাতে ভয়াবহ আগুন লাগে এবং বহু দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। জানা যায় শর্ট সার্কিট এর ফলে আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা  করলেও  ।পরে ময়নাগুড়ি থেকে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন