Ad
নিউজ

বাড়িতে বসেই বিপুল টাকা আয় করার সুযোগ! ৫০ পয়সার এই কয়েন থাকলেই পেয়ে যাবেন ১ লক্ষ টাকা! জানুন কিভাবে

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ডেস্ক : করোনা সঙ্কটের মধ্যেও বাড়িতে বসেই বিপুল টাকা আয় করার রয়েছে দারুণ সুযোগ। বাড়িতে থাকা পুরনো নোট বা কয়েন একবার ভাল করে দেখে নিন । কারণ এর মধ্যে কিছু নোট বা কয়েন আপনাকে সহজেই লাখপতি বানিয়ে দিতে পারে ।

বর্তমানে ৫০ পয়সা বাজারে আর চলে না । এই কয়েনের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে । আপনার কাছে ২০১১ সালের ৫০ পয়সার কয়েন থাকল আপনি অনলাইনে কয়েনটির নিলামি করতে পারবেন । এই কয়েনের এখন প্রচুর ডিমান্ড । এর জন্য আপনি প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন ।

Ad

অনলাই মার্কেটপ্লেস ওএলএক্স (OLX)-এ সমস্ত ধরনের জিনিস কেনা ও বিক্রি করা হয় ।
এই সাইটে ২০১১ সালের এই কয়েনের প্রচুর ডিমান্ড রয়েছে । অনেকেই এর জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত দিতে রাজি রয়েছেন । ২০১১ সালে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ৫০ পয়সার কয়েন তৈরি করা বন্ধ করে দেওয়া হয়েছিল । আগেই ২৫ পয়সার ব্যবহার বন্ধ করে দিয়েছিল সরকার ।

এরপর ৫০ পয়সার ব্যবহারও অনেকটাই কমে যায় । আপনার কাছে ৫০ পয়সার এই কয়েন থাকলে ওএলএক্স সাইটে গিয়ে নিজেকে রেজিস্টার করিয়ে নিন । একপর কয়েনের দু’দিকের ছবি তুলে সেটি আপলোড করে দিন । যিনি কয়েনটি কিনতে ইচ্ছুক তিনি নিজেই আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন ।

আরও পড়ুন