Ad
নিউজ

মারের বদলে মার! পুরুষ কে মারতেই মহিলার চুলমুঠি ধরে পাল্টা মার

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ডেস্ক : কদিন আগেই একটি ভিডিও দেশ জুড়ে ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছে একটি নারী এক পুরুষ ক্যাব ড্রাইভার কে মারছে।

ভিডিও ভাইরাল হতেই সেই ক্যাব ড্রাইভারের সমর্থনেই গর্জে উঠেছিল সোশ্যাল মিডিয়া। সেই মেয়েটি নারী হবার সুযোগে এক পুরুষ কে বিনা দোষে মেরেছে এই দাবি তেই সেই ক্যাব ড্রাইভারের সমর্থনে প্রতিবাদে গর্জে উঠেছিল নেটিজেনরা।

Ad

ঠিক এমন ঘটনারই পুনরাবৃত্তি যেন। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক নারী লাঠি নিয়ে এক পুরুষ কে মারছে। অনেক টা আগের ঘটনার মতোই। কিন্তু এরপর যা হলো তা হয়তো আপনিও দেখার জন্য প্রস্তুত থাকবেন না। মারের বদলে মার! হ্যাঁ এই নীতি তেই পাল্টা মার দিলেন সেই পুরুষ টি।

এমন ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবেই তা আর বলার অপেক্ষা রাখে না। মুহূর্তেই ভাইরাল হয়ে যাই সেই ভিডিও। ঘটনার স্থান ও বিস্তারিত এখনো জানা যায়নি। দেখে নিন সেই ভাইরাল ভিডিও।

আরও পড়ুন