Ad
দেশনিউজ

গণেশ চতুর্থী ২০২১ – গণেশ পূজার মন্ত্র, গণেশ বন্দনা কী ভাবে করবেন জেনে নিন

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ব্যুরো : হিন্দু শাস্ত্রমতে যেকোনো কাজে সুখ, সমৃদ্ধি, সিদ্ধি দান করেন সিদ্ধিদাতা গণেশ। তাই গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরের আরাধনার সাথে সাথে আরাধনা করা হয় সুখ ও সমৃদ্ধির।

হিন্দু বা সনাতন অনুসারে ভগবান গণেশকে সিদ্ধিদাতা গণেশ বলা হয়, এতা মানা হয় গণেশ চতুর্থীতে দেবতা গণেশের আরাধনা করলে ঘরে সুখ, শান্তি, উপার্জন বৃদ্ধি হবার সম্ভাবনা গরে ওঠে।

Ad

তাই চতুর্থী পুজা শুরু করার আগে আসুন দেখে নেওয়া যাক কিভাবে গণেশ পুজা করলে আপনার জীবনে সমৃদ্ধি বৃদ্ধির সম্ভবনা গরে উঠবে।

গণেশ পূজার উপকরণ

গণেশ চতুর্থীতে পূজার প্রয়োজনীয় উপকরন গুলি হল – ধূপ, আরতির থালা, সুপুরি, পান পাতা, গণেশের জন্য নতুন পোশাক, চন্দন কাঠ।

সিদ্ধিদাতা গণেশের মূর্তি স্থাপনের নিয়ম
বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের আগে সারা বাড়ি পরিষ্কার রাখুন। পবিত্র ভাবে স্নান সেরে মন্ত্রের মাধ্যমে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হবে পুজো। ঋক বেদ বা গণেশ সুক্তায় পাবেন প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র। এরপরই ধূপ ও প্রদীপ জ্বালিয়ে শুরু করুন আরতি।

এরপর ষোড়শপচারে অর্থাৎ গণেশ বন্ধনার ১৬ টি রীতি মেনে গণেশ দেবতার আরাধনা শুরু করুন। এরপর ২১টি দূর্বা ঘাস, ২১টি মোদক ও লাল ফুল গণেশের ঠাকুরেরে সামনে সাজিয়ে রাখুন। মূর্তির মাথায় আঁকুন লাল চন্দনের টিকা। এরপর গণেশ মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তিকে দূর করুন। তারপর গণেশের ১০৮ নাম জপ করুন। মূর্তির সামনে করজোড়ে বিনম্র প্রার্থনা করুন পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির।

গণেশ পূজার মন্ত্র

একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।
বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।
অর্থাৎ, যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি।

ধ্যান মন্ত্র

ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং
প্রস্যন্দম্মদগন্ধলুব্ধ মধুপব্যালোলগণ্ডস্থলম্।

দন্তাঘাত বিদারিতারিরুধিরৈঃ সিন্দুরশোভাকরং,
বন্দেশৈল সুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্।।

গণেশ বন্দনা

বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন।
নমঃ প্রভু মহাকায় মহেশ নন্দন।।
সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে।
অগ্রেতে তোমার পূজা করিনু যতনে।।
নমো নমো লম্বোদর নমঃ গণপতি।

মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী।।
সর্বদেব গণনায় অগ্রে যার স্থান।
বিধি-বিষ্ণু মহেশ্বর আর দেবগণ।।
ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ।
বেদমাতা সরস্বতীর লইনু শরণ।।
মন্ত্রঃ – ওঁ গাং গণেশায় নমঃ।

ওঁ শ্রী গণেশায় নমঃ’ বা ‘ওঁ গাং গণেশায় নমঃ ওঁ শ্রী গণেশায় নমঃ’ বা ‘ওঁ গাং গণেশায় নমঃ

আরও পড়ুন