Ad
মালদা

প্রবল বর্ষণে ভেসে গেলো বাঁশের সেতু, বিপাকে নদীর দুই পাড়ের মানুষ

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

মালদা, ২৮ সেপ্টেম্বরঃ প্রবল বর্ষণের ফলে নদীর জলের স্রোতে ভেসে গেলো বাঁশের সেতু। দুই পাড়ের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই বাঁশের সেতু। প্রবল বিপাকে মানুষজন। এরকম অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকো করে পাারাপার করতে হচ্ছে তাদের।

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের ফুলহার নদীর উপর মীরপাড়া গ্রাম থেকে বিহার যাওয়ার একমাত্র পথ ছিল এই বাঁশের সেতুটি। প্রসঙ্গত, কয়েকদিনের প্রবল বর্ষণে বিপদসীমার উপর দিয়ে বইছে ফুলহারের জল।

Ad

আরও পড়ুন