Ad
মালদারাজনীতিরাজ্যরায়গঞ্জ

তৃণমূলে আছি, তৃণমূলেই থাকবঃ মৌসম

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

মালদাঃ মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। তাকে দেখেই তৃণমূল কংগ্রেস এসেছি। তার নির্দেশ মতোই কাজ করব। সম্প্রতি তাকে নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটালেন মৌসম নিজেই ।

সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী কি করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছি। সম্প্রতি কোলকাতায় মালদা জেলা নেতৃত্ব নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে জেলার ৮ জন নেতা যাওয়ার কথা থাকলেও হাজির হননি মৌসাম সহ আরও ৩ জন নেতা ।

Ad

এই নিয়েই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়। এমনকি শোনা যায় সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন মৌসম। যদিও  সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দেন তিনি তৃণমূলেই আছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এর পেছনে বিজেপির মদত আছে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন