Ad
জলপাইগুড়ি

মায়ের কাছে বিড়ি চাওয়ায় বন্ধুকে কুড়োল দিয়ে কুপিয়ে খুন করলো বন্ধু

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ, জলপাইগুড়ি :- মায়ের কাছে বিড়ি চাওয়ায় বন্ধুকে কুড়োল দিয়ে কুপিয়ে খুন করলো বন্ধু।জলপাইগুড়ির ময়নাগুড়ির আমগুড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় অভিযুক্ত সত্যেন রায়কে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

স্থানীয় সুত্রে জানাগিয়েছে, সোমবার রাতে বন্ধু সত্যেনের বাড়িতে মদ খেতে আসে ভবেশ ভুইয়া।মদের নেশায় সত্যেনের মায়ের কাছে বিড়ি চাওয়ায় ক্ষেপে গিয়ে কুড়োল দিয়ে ভবেশ কে আঘাত করে সত্যেন। ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা ভবেশ কে মৃত বলে ঘোষনা করেন।অভিযুক্ত সত্যেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত ভবেশ ভুইয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ।

Ad

আরও পড়ুন