Ad
জলপাইগুড়ি

নদীতে পড়ল মাছ বোঝাই গাড়ি, মাছ লুটে ব্যস্ত জনতা, জলের নিচে ধুঁকতে ধুঁকতেই ‘লাশ’ হয়ে গেল খালাসি

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ, জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে নদীতে পড়ল মাছ বোঝাই একটি গাড়ি। ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় গাড়িটি।

আর সেই সুযোগে মাছ লুট করতে ব্যস্ত হয়ে পড়ে স্থানীয় জনতা। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ধূপগুড়ি থানার ট্রাফিক ওসি অভিজিত্‍ সিনহা জানিয়েছেন, মাছ বোঝাই গাড়িটি জলপাইগুড়ির দিক থেকে ধূপগুড়ি আসার সময় উল্টো দিক থেকে আসা একটি গ্যাসের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয়। এরপরই রেলিং ভেঙে ঝুমুর নদীতে গিয়ে পড়ে গাড়িটি।

Ad

অভিযোগ, গাড়ির আরোহীদের না বাঁচিয়ে সেই সময় মাছের গাড়ি থেকে মাছ লুট করার চেষ্টা হচ্ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ির দমকল ও পুলিশ প্রশাসন।

পুলিশ পরিস্থিতি সামাল দেয়। উদ্ধার কাজের জন্য জেসিবি নিয়ে আসা হয়। দুর্ঘটনার সময় গাড়িতে দু’জন ছিল। একজন মারা গিয়েছেন ও একজন জলপাইগুড়ি হাসপাতালে চিকিত্‍সাধীন। মৃত ব্যক্তির নাম জানার চেষ্টা চলছে। গাড়িতে প্রচুর মাছ থাকায় মাছ যাতে নষ্ট না হয় সেজন্য ধুপগুড়ি মাছের আড়তদারের কাছে মাছগুলি পাঠানো হয়েছে।

আরও পড়ুন