Ad
জলপাইগুড়ি

জলপাইগুড়িতে বুর্জ খলিফা,কালীপুজোর বিশেষ আকর্ষণ

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

দুর্গাপুজোর অপূর্ণ শখ পূরণ করবে জলপাইগুড়ির কালী পুজো। কলকাতার শ্রীভূমির পর এবার বুর্জ খলিফা জলপাইগুড়িতে গোমস্তাপড়ার নিবারণ সংঘ ও পাঠাগারে কালী পুজোর মণ্ডপ। বুর্জ খলিফার উচ্চতা হতে চলেছে ৫০-৬০ ফুটের মধ্যে। থাকবে সেই আলোর ঝলক যা শিলিগুড়ি ও কলকাতার যৌথ সমন্বয়ে গড়ে তোলা হবে।

শ্রীভূমির পর এবার বুর্জ খলিফার আদলে তৈরি হতে চলেছে জলপাইগুড়ির নিবারণ সংঘ ও পাঠাগারের পরিচালিত কালী পুজোর মণ্ডপ । কলকাতার বুকে বুর্জ খলিফা দেখতে মহালয়ার দিন থেকে শ্রীভূমিতে নেমেছিল জনতার ঢল।

Ad

বুর্জ খলিফা দেখার উন্মাদনায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, করোনা সতর্কতায় নবমী থেকে বন্ধ হয়ে যায় মণ্ডপ। ফলে বিশ্বের উচ্চতম বিল্ডিং, দুবাইয়ের বুর্জ খলিফার রেপ্লিকা দেখার সাধ অপূর্ণ রয়ে গিয়েছিল অনেকেরই। কালী পুজোতেও বুর্জ খলিফা নজর কাড়তে চলেছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন