Ad
জলপাইগুড়ি

পূজার আগে গ্রেফতার ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া ৫ দুষ্কৃতিকে

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ, জলপাইগুড়ি : পূজার আগে ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া ৫ দুষ্কৃতিকে গ্রেফতার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

ধৃতদের হেফাজত থেকে ছুরি, লোহার রড ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Ad

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ি শহরের জয়ন্তী পাড়ার ফাঁকা এলাকায় কয়েকজন যুবক জড়ো হয়। কোতোয়ালি থানার অপরাধ দমন শাখার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয়।

 পুলিশের উপস্থিত বুঝেই কয়েকজন দুষ্কৃতি পালিয়ে যায়। যদিও পুলিশ পাঁচজনকে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র।

পুলিশের জেরাতে উঠে এসেছে, অসামাজিক কাজ করতেই ওই এলাকায় জড়ো হয়েছিল ধৃতরা। পুলিশ সেই পরিকল্পনা ভেস্তে দেয়।

ধৃতরা হল জলপাইগুড়ি দিন বাজার এলাকার বাসিন্দা শ্যামল দাস ওরফে গোরল ও টোটন দাস, জন্ততী পাড়ার বাসিন্দা বিশাল রাউত ও শুভঙ্কর রায় ওরফে পুচা এবং হরিজন বস্তির বাসিন্দা জিগার বাসফোর।

 এদের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজ করার অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের। বাকি দুষ্কৃতীদের খোঁজ চলছে বলে জানিয়েছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ।

আরও পড়ুন