Ad
আন্তর্জাতিকনিউজ

নাসা কেনো হিন্দু দেবদেবীর সামনে ইন্টার্নের ছবি পোস্ট করেছেন , বিতর্কের মুখে মহাকাশ গবেষণা সংস্থা

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত ইন্টার্ন হিন্দু দেবদেবীর ছবির সামনে বসে। এমনই একটি ছবি পোস্ট করে বিতর্কের মুখে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

ইন্টার্নশিপের জন্য আবেদন চেয়ে এই পোস্ট করে নাসা। সেখানে ইন্টার্ন প্রতিমা রায়ের ছবি ব্যবহার করা হয়। আর তারপরেই শুরু হয়েছে বিতর্ক। অনেকের প্রশ্ন, একটা মহাকাশ গবেষণা সংস্থা দেবদেবীর ছবির সামনে বসা ইন্টার্নের ছবি দেবে কেন? আবার অনেকের পাল্টা প্রশ্ন, ধর্মবিশ্বাস, সংস্কৃতি ও দেশের বিভাজনের উর্ধ্বে নাসা। তারই প্রমাণ এই ছবি।

Ad

পোস্টে প্রতিমা রায়ে সরস্বতী, দুর্গা এবং রাম-সীতার মূর্তি ও ছবি সহ দেখা যায়। রয়েছে শিবলিঙ্গও। প্রতিমার পরনে নাসার গোলাপি সোয়েটশার্ট। আর তাই ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

মূলত ৪ ধরনের মতামত মিলল কমেন্ট সেকশনে :

১. একজন মানুষের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতির পছন্দ থাকতেই পারে। তাই নিয়ে তাঁর মস্করা করা অনুচিত্।

২. ‘হিন্দুফোবিয়া’ যে এখনও কতটা বেশি সমাজে ছড়িয়ে, তার প্রমাণ মিলছে।

৩. কারও ধর্ম হিন্দু বোঝাতে তাঁকে দেবদেবী দিয়ে ঘিরে ছবি তুলতে হবে?

বেশ কিছু কমেন্ট নাসা ডিলিটও করে দিয়েছে।

আরও পড়ুন