UBG NEWS, ওয়েব ডেস্ক : মঙ্গলবার ভোর রাতে বালাকোটে ভারতীয় বায়ুসেনা জইশ জঙ্গি শিবির গুড়িয়ে দেওয়ার পর পরই প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছিল। ইসলামাবাদ দাবি করতে শুরু করেছিল, ভারতীয় বায়ুসেনা নাকি তাদের কোনও ক্ষতিই করতে পারে নি।
কিন্তু দুপুর গড়াতেই সেই ইসলামাবাদই পাল্টা হুমকির পথে নামল। এ দিন বেলা সাড়ে ১১ টা নাগাদ নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠক ডেকেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ওই বৈঠকে বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, তিন বাহিনীর প্রধান ও আইএসআই প্রধানও ছিলেন। বিকেলে বৈঠক শেষ করে ইমরান বলেন, “পাকিস্তানের নাগরিকদের বলছি সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন।”
অন্যদিকে পাক বিদেশমন্ত্রী একটি বিবৃতি প্রকাশ করে বলেন, “ভারত অযাচিত ভাবে হামলা করেছে। পাকিস্থান ঠিক সময়ে ঠিক জায়গায় এর জবাব দেবে।



