Ad
দেশ

করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

UBG NEWS, ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। টুইটারে নিজেই একথা জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “এটা জানানোর জন্য শব্দ খোঁজা আমার পক্ষে বিরল; অতএব আমি এখানে এটিকে সহজ বলছি যে আমি করোনাভাইরাসে আক্রান্ত। যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের অনুরোধ করব পরীক্ষা করানোর জন্য।”

আরও পড়ুন