ইউবিজি নিউজ ডেস্ক : বনের রাজা কে সবাই জানি। এদিন এমন একটি ঘটনা ঘটল পর্যটকদের সাথে আসত গাড়িটি কে টেনে নিয়ে যাচ্ছিল একটি বাক এটা কিন্তু অবশ্য মজার বিষয় নয়।বাঘের শক্তি অতুলনীয় এটা অবশ্যই সবাই মানবেন। মজার ছলে অনেকেই বলেন কেউ যদি বিশাল শক্তি হয় থাকে তাকে তাহলে বলি বাঘের বাচ্চা । আর বাঘের গর্জনে দুনিয়া কাপে। আর যদি কাউকে বাঘের একটা থাবা বসিয়ে দেয় তাহলে প্রাণ সংশয় হতে পারে।
এমনই একটি ঘটনা ঘটল ব্যাঙ্গালোর বানের ঘাটটা পার্কে। ঘটনাটি ঘটেছিল একটি গাড়িতে বেশ কয়েক জন পর্যটক ছিলেন বসে হঠাৎ একটি বাঘ এসে গাড়ির পিছনে কিছু অংশে কামড় দিয়ে টানাটানি করছে তারপর লক্ষ্য করা গেল তিনি একটু রেগে গিয়ে অথবা তিনি তার শিকার মনে করে নিয়ে আস্ত গাড়িটিকে কামড় দিয়ে বেশ কয়েক দূরে নিয়ে গেলেন। তাহলে ভাবুন বাগটি কি শক্তিশালী । বাগটি যদি মজা করে থাকে তা কিন্তু এটা মজার বিষয় নেওয়া উচিত না।
Tiger pulling tourist vehicle in Bannerghatta park , Bengaluru
😣
Recieved on whatsapp pic.twitter.com/TfH8mAiN2b— Mona Patel (@MonaPatelT) January 15, 2021
তাহলে আপনারা কি করবেন এই মুহূর্তে আপনার কি কর্তব্য।১৫ ই জানুয়ারি তে এক মহিলা তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বাঘের গাড়ি টানা নিয়ে ভিডিও পোস্ট করা চরম ভাইরাল হয়ে উঠল ভিডিওটি।