Ad
দেশবিনোদন

‘বড় কিছু আসছে’, শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যে সুখবর ছেলে ঝিনুকের

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

UBG NEWS, ডেস্ক : শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যে সুখবর দিল ছেলে ঝিনুক তথা অভিমন্যু চট্টোপাধ্যায়। মা বলিউডের প্রথম সারির অভিনেত্রী। ছেলের বয়স মাত্র ১৭। এরইমধ্যে অনেকের মনেই ঝড় তুলেছেন। সোশ্যালও তাঁর অসংখ্য অনুগামী। তবে অভিনয় নয়, অভিমন্যুর নাকি ঝোঁক বেশি মিউজিকের প্রতি, তেমনটাই জানিয়েছেন খোদ শ্রাবন্তী।

সম্প্রতি মায়ের সঙ্গে ইনস্টাগ্রামে পুরোনো একটি ছবি পোস্ট করেন অভিমন্যুর। ক্যাপশনে লেখা রয়েছে, ‘বড় কিছু আসছে’। সঙ্গে একটা বিস্ময়ের ইমোজি। এতেই জল্পনা আরও বেড়েছে। মিউজিকের প্রতি ঝোঁক থাকার দরুণ মনে করা হচ্ছে, নতুন কোনও মিউজিকাল প্রোজেক্ট নিয়ে আসছে সে।

Ad

পড়াশোনার জন্য বিদেশে থাকেন অভিমন্যু। পড়াশোনার বাইরে গান নিয়েই থাকে তিনি। তবে তাঁর ইনস্টাগ্রামের পোস্টের পর থেকেই মনে করা হচ্ছে নতুন কিছু করতে চলেছেন ঝিনুক।

 

 

অন্যদিকে, গত বছর এপ্রিলে চুপিসাড়ে অমৃতসরে গিয়ে তৃতীয়বার সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রাবন্তী। পাত্র রোশন সিং।

সবকিছু ঠিকঠাক চলছিল দু’জনের মধ্যে, মধুচন্দ্রিমা থেকে একসঙ্গে জন্মদিন উদযাপন। সম্প্রতি শ্রাবন্তী-রোশনের একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। শুধু বিয়ের নয়, দু’জনের একসঙ্গে থাকা যাবতীয় ছবি ডিলিট হয়ে গিয়েছে প্রোফাইল থেকে।  তাতেই দু’জনের বিচ্ছেদের জল্পনা বেড়েছে।

আরও পড়ুন