Ad
দেশরাজনীতি

বিজেপিতে যোগ দিলেন শ্রেয়সী, মিলতে পারে বিধানসভার টিকিট

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ডেস্কঃ বিজেপিতে যোগ দিলেন শ্যুটার শ্রেয়সী সিং। রবিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপিতে যোগ দেন শ্রেয়সী। শ্রেয়সী সিং-এর বাবা দিগ্বিজয় সিং একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।রবিবার বিজেপির বিহার ইউনিটের সদস্য ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে দলে যোগ দেন শ্রেয়সী। অনুমান করা হচ্ছে বিহার নির্বাচনে বিজেপি তাঁকে অমরপুর বা জামুই থেকে টিকিট দিতে পারে।

শ্রেয়সী বিহারের জামুই জেলার গিধরের বাসিন্দা। ২০১৮-র অস্ট্রেলিয়ার কমনওয়েলথ গেমসে সোনা জেতেন তিনি। ২০১৪ তে স্কটল্যান্ডে কমনওয়েলথে রূপো জিতেছিলেন। শ্রেয়সীর বাবা ও মা দু’জনেই বিজেপির একনিষ্ঠ সদস্য ছিলেন। তাই বিহার নির্বাচনের মুখে এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Ad

আরও পড়ুন