Ad
আলিপুরদুয়ারউত্তরবঙ্গকোচবিহারদেশ

উত্তরবঙ্গ জুড়ে আংশিক সূর্যগ্রহণ, দেখা গেলো না পূর্ণ বলয়গ্রাস

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ, ব্যুরো রিপোর্ট : আজ ২১ শে জুন মহাজাগতিক বিষয়ের সাক্ষী থাকলো ভারতবর্ষ সহ এশিয়ার বেশ কয়েকটি দেশ।ভারত সহ পশ্চিমবঙ্গের বেস কিছু স্থানে পূর্ণ বলয়গ্রাস দেখা গেলেও উত্তরবঙ্গে দেখা গেলো আংশিক সূর্যগ্রহণ।

এদিন আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। পুরো অন্ধকার না হলেও অনেকটাই কম আলো এবং সূর্যের তাপও অনেকটাই কম ছিল।

Ad

১০ টা ৫০ নাগাদ গ্রহণ শুরু হয় এবং ২ টা ১৯ নাগাদ গ্রহণ মধ্য থাকবে বলে জানা গিয়েছিলো। সেই মতোই গ্রহণ শুরু হয়, যদিও কিছু মিনিট পরই সূর্য নিজের পূর্ব স্থানে যেতে শুরু করে।

অনেক মানুষ বিভিন্ন ভাবে এই গ্রহণ প্রতক্ষ করলেও অনেকেরই আক্ষেপ পূর্ণগ্রাস গ্রহণ দেখা গেলো না।

আরও পড়ুন