Ad
দেশ

কেন্দ্রের ‘কালো’ কৃষি বিলের প্রতিবাদে সোমবার ভারত বন্‌ধের ডাক সংযুক্ত কিষাণ মোর্চার

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

UBG NEWS: কেন্দ্রের ‘কালো’ কৃষি বিলের প্রতিবাদে আগামী সোমবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। আর এবার সেই বন্‌ধকে সমর্থন জানিয়ে কৃষকদের পাশে এসে দাঁড়াল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। শনিবার আপের পক্ষ থেকে জানানো হয়েছে, সংযুক্ত কিষান মোর্চা আগামী সোমবার দেশব্যাপী যে বন্‌ধের ডাক দিয়েছে তা সর্বসম্মতভাবে সমর্থন করবে আম আদমি দল।

শনিবার এই ভারত বন্‌ধের সমর্থন করে আপের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ক্ষমতাসীন বিজেপি এবং কংগ্রেস দল আমাদের দেশের অন্নদাতার কণ্ঠরোধ করতে স্বৈরাচারী মনোভাব অবলম্বন করছে। খুব শীঘ্রই বিজেপি দলকে এই দমননীতির চূড়ান্ত মূল্য দিতে হবে।’

Ad

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর মুজাফফরনগরের মহাপঞ্চায়েত থেকেই আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বন্‌ধ ডাকার কথা ঘোষণা করেছিল সংযুক্ত কৃষাণ মোর্চা। এই বন্‌ধকে সমর্থন করে ইতিমধ্যেই তাদের পাশে এসে দাঁড়িয়েছে উত্তর প্রদেশের একাধিক সংগঠন। কিষান মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ডাকা এই বন্‌ধ সমর্থন করছে উত্তরপ্রদেশের টেম্পো এসোসিয়েশন, উকিল অরগানাইজেশন এবং আরও অনেক ছোট, বড় স্বাধীন সংগঠন। কৃষকদের ওপর জোর করে চাপানো কৃষি বিল এবং সেইসঙ্গে দেশজুড়ে হওয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই বন্‌ধ পালিত হতে চলেছে।

ইতিমধ্যেই পূর্ব উত্তরপ্রদেশে এই বনধকে সফল করার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের একাধিক জেলায় ছোট ছোট দল বানানো হয়েছে। মোর্চার পক্ষ থেকে দেশের অন্যান্য ছোট, বড় রাজনৈতিক দলগুলোকেও এই বন্‌ধকে সমর্থন জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে। সংযুক্ত কিষান মোর্চার সদস্য আশিস মিত্তাল এই প্রসঙ্গে বলেন, ‘ইতিমধ্যেই বহু যুব এবং ছাত্র সংগঠন এই বন্‌ধের সমর্থনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা চাই দেশের অন্যান্য স্বাধীন রাজনৈতিক দলগুলিও আগামী সোমবার হওয়া এই ভারত বন্‌ধের সমর্থনে আমাদের পাশে এসে দাঁড়াক।’

আরও পড়ুন