Ad
দেশ

জলের ট্যাঙ্কার আনার সময় জঙ্গি হামলা, শহিদ জওয়ান

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ব্যুরো : জঙ্গি হামলার শহিদ হলেন অসম রাইফেলসের এক জওয়ান। হামলায় গুরুত্বর আহত আরও একজন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের ছাঙ্গলাংয়ের টেঙ্গমো এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি জলের ট্যাঙ্কার নিয়ে আসছিলেন অসম রাইফেলসের জওয়ানরা। সেই সময় ছাঙ্গলাং-এর টেঙ্গমো এলাকার কাছে আচমকা হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় এক জওয়ান শহিদ হয়েছেন। আর একজন জওয়ানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Ad

তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও জঙ্গির খতম হওয়ার খবর পাওয়া যায়নি। পলাতক ওই জঙ্গিদের সন্ধানে গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন