Solar Eclipse 2019 : মেঘলা আকাশের মধ্যেও গ্রহণ দেখা যাচ্ছে কোচবিহারে

ইউবিজি নিউজ ব্যুরো : সকাল থেকেই মেঘলা আকাশ কোচবিহার -সহ গোটা রাজ্যে । যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার আশংকা । আকাশের এই অবস্থা দেখে অনেকেই যে হতাশ তা বলার অপেক্ষা রাখে না। বহু বছর পর আবার সূর্যগ্রহণ দেখার সুযোগ এসেছে সাধারণ মানুষের কাছে, কিন্তু মেঘটা সব বারোটা বাজিয়ে দিচ্ছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হচ্ছে আকাশ।

গ্রহণ অবশ্যেই দেখা যাবে না। কিন্তু তাতে হতাশ হওয়ার কিছু নেই। কারণ গ্রহণের অনুভূতিটা অনেকটাই বেশি হবে দেশের এই অংশে।

এ বার দক্ষিণবঙ্গে সূর্যের খণ্ডগ্রাস দেখা যাবে। সর্বোচ্চ ৪৫% শতাংশ অংশ ঢাকা পড়ে যাবে। তবুও আকাশ পরিষ্কার থাকলে গ্রহণ যে রকম অনুভূত হত, এ বার তার থেকে বেশি হবে।

এর মূল কারণ হচ্ছে আকাশ মেঘলা থাকলে এমনিতেই সূর্যের আলো আসে না। পরিস্থিতি অন্ধাকারাচ্ছন্ন হয়ে যায়। এর ওপর যদি সূর্যগ্রহণ হয়, তা হলে সেই গ্রহণের অনুভূতি সাধারণ ভাবে বেশি হওয়ার ফলে। ফলে সকাল দশটা নাগাদ উত্তরবঙ্গ আরও বেশি অন্ধকার হয়ে যেতে পারে।