Ad
দেশ

সমুদ্রে স্নান করতে নেমে মৃত ১, নিখোঁজ ১ পর্যটক

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ ব্যুরো :সমুদ্রে স্নান করতে গিয়ে মৃত্যু হল ২ যুবকের। এদের মধ্যে ১ জনের মৃতদেহ উদ্ধার করা গেলেও, অপরজনের খোঁজে জারি রয়েছে তল্লাশি। মৃতের বাড়ি হাওড়ার শিবপুরের ৫ নম্বর পি এম বস্তিতে বলে জানা গিয়েছে। অন্যদিকে, নিখোঁজ যুবকের বাড়ি হাওড়ার টিকিয়াপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫ বন্ধু মিলে হাওড়া থেকে একটি গাড়ি করে দিঘায় বেড়াতে এসেছিলেন। ৫ বন্ধুর মধ্যে ৩ বন্ধু একটি প্রাইভেট কারে করে তাজপুর চলে আসেন। তাজপুর আসার পর তিন বন্ধু মিলেই সমুদ্রে স্নান করতে নামেন। কিছুক্ষণ পরে এক বন্ধু উঠে আসলেও, ওপর দুই জন উঠে না আসায়, শুরু করা হয় তল্লাশি।

Ad

তল্লাশিতে হাওড়ার শিবপুরের ৫ নম্বর পি এম বস্তি এলাকার ২৫ বছরের যুবক শাহেদ সালিমের মৃতদেহ উদ্ধার হয়।

অন্যদিকে, হাওড়ার টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা ৩০ বছর বয়সী মহম্মদ জুনেতের দেহ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তার দেহটি গভীর সমুদ্রে তলিয়ে গিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

আরও পড়ুন