Ad
ঘাটালমালদা

করোনা বিধি মেনে ধর্মীয় আচারের মধ্যে দিয়ে পালিত হলো মা সন্তোষী পূজো

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

UBG NEWS, মালদাঃ করোনা বিধি মেনে ধর্মীয় আচারের মধ্যে দিয়ে পালিত হলো মা সন্তোষী পূজো। ঝলঝলিয়া ব্যারাক কলোনি এলাকায় অনুষ্ঠিত হলো সন্তোষী মা এর বাৎসরিক পুজো।

বৈশাখ মাসের শেষ শুক্রবার অনুষ্ঠিত হয় এই বাৎসরিক পুজো। প্রতিবছর ধুমধামের সাথে পালিত হয় এই বাৎসরিক পুজো। পূজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, নরনারায়ন সেবা এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়ে থাকে।

Ad

গতবছরও করোনার কারণে জাঁকজমক ছাড়াই অনুষ্ঠিত হয় বাৎসরিক পুজো। এ বছরও তেমনি ভাবে পালিত হলো সন্তোষী মা এর এবছরের বাৎসরিক পুজো।

প্রত্যেকে মাস্ক পড়ে এবং সামাজিক দূরত্ব বিধি মেনে পুজো দেয়। মন্দিরে পুরোহিত এবং ক্লাবের দুজন সদস্য ছাড়া কোন ভক্তকে প্রবেশ করতে দেওয়া হয়নি এ বছর। এছাড়াও বাতিল করা হয়েছে সমস্ত ধরনের ধর্মীয়, সাংস্কৃতিক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। বন্ধ রাখা হয়েছে নরনারায়ন সেবা।

আরও পড়ুন