Ad
কলকাতাদেশবিনোদন

‘উঠে এলো শ্রাবন্তী রোশনের বিচ্ছেদের আসল কারণ’, জানাজানি হতেই ট্রল চারিদিকে

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

UBG NEWS, ডেস্ক : “উঠে এলো আসল কারণ “- রোশন আর শ্রাবন্তীর । বাংলা অভিনয় জগতে এক জনপ্রিয় অভিনেত্রী নাম হল শ্রাবন্তী চট্টোপাধ্যায়। চ্যাম্পিয়ন সিনেমা দিয়ে শুরু করেছিলেন তিনি তাঁর অভিনয় জগত । তারপর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি।একের পর এক নতুন নতুন ছবি দিয়ে রীতিমত জয় করে নিয়েছেন লক্ষ লক্ষ দর্শকের মন। শুধুমাত্র ভারত নয় ভারতের বাইরে বাংলাদেশ ও তার রয়েছে অনুগামী ।তবে ১৬ বয়সে পরিচালক রাজীব চট্টোপাধ্যায় সাথে বিয়ে হয়ে যায় তার । জন্ম নেয় প্রথম পুত্র ঝিনুক । বছর ঘুরতে না ঘুরতেই শুরু হয় মনোমালিন্য ঝগড়া-বিবাদ তারপরে দীর্ঘদিন দুজন আলাদা থাকে।

দীর্ঘদিন দুজন আলাদা থাকার পর অবশেষে ২০১৬ তে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় রাজীব এবং শ্রাবন্তীর । তারপরে মডেল কিষান বিরাজ সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শ্রাবন্তী। বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সে সম্পর্কও । ফের ২০১৯ এর প্রথমদিকে শোনা যাচ্ছিল তৃতীয় সম্পর্কের কথা। এবং ঠিক সেই মতন এপ্রিল মাসে বিয়ে করে ফেলেন শ্রাবন্তী রোশন সিং কে । যদিও তার জন্য তাকে পড়তে হয়েছিলো সমালোচনার মুখে ।এবার শোনা যাচ্ছে সেই প্রেমেও নাকি পড়তে চলেছে ভাঙ্গন ।গত ১৩ আগস্ট শ্রাবন্তী এবং রোশন একসাথে জন্মদিন ছিল ।একই দিনে জন্মগ্রহণ করেছেন তারা ।

Ad

এর পাশাপাশি তার পরের দিন তার ছেলে ঝিনুকের জন্মদিন । তাই তিনজন মিলে বেশ ভালো ছুটির কাটিয়েছেন বাইরে । এর পাশাপাশি তাদের বিবাহ বার্ষিকীতে বড়সড়ো অনুষ্ঠান করার কথা ছিল । কিন্তু করোনার জন্য তা সম্ভব হয় নি । কিন্তু কি এমন হলো যাতে ভাঙতে চলেছে তৃতীয় সম্পর্ক? উদ্বিগ্ন টলিপাড়ার সক্কল , তার সাথে অনুগামীরাও ।এ ব্যাপারে প্রশ্ন করাতে রোশন সিং বলেছে যে পুজোর ১০ দিন আগে থেকে শ্রাবন্তী আর রোশন আলাদাভাবে থাকছে । তবে কারণ কিছু স্পষ্ট ভাবে তিনি ব্যাখ্যা করেননি ।

লক্ষ্য করে দেখা গেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোহন সিং একে অপরকে আন ফলো করেছে। ইনস্টাগ্রামে । তার পাশাপাশি শ্রাবন্তীর সাথে রোশন এর যে সমস্ত ছবি ইনস্টাগ্রাম প্রোফাইলে ছিল সেগুলো এখন আর নেই ।ডিলিট করে দেওয়া হয়েছে ।কিন্তু কেন এরূপ করা হলো তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন । অনুগামীদের একাংশের মতামত দ্বিতীয় সম্পর্ক ভাঙার সময় ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল । তাহলে কি তৃতীয় সম্পর্ক ঘটতে চলেছে ভাঙন ? না তবে এর প্রশ্ন নয় এবার নিশ্চিত যে শ্রাবন্তী নিয়ে শোনা গুঞ্জন সত্যি হতে চলেছে । তবে এবার সম্পর্ক ভেঙে গেলে ফের আরো একবার সমালোচনার মুখে পড়তে হবে শ্রাবন্তীকে ।

আরও পড়ুন